ওয়ার্ড প্রসেসরে কোনও ডকুমেন্ট প্রথমবার সংরক্ষণ করতে কোন কমান্ডটি ব্যবহার করা হয়?
A নিউ
B ওপেন
C সেভ
D সেভ এ্যাজ
Solution
Correct Answer: Option D
- মাইক্রোসফট ওয়ার্ডে নতুন তৈরি ডকুমেন্ট সংরক্ষণ করার জন্য ctrl + s কী চাপতে হয়।
- অতপর save as ডায়ালগ উউন্ডো আসলে save in বক্সে সুবিধাজনক ড্রাইভ ও ডিরেক্টরি নির্বাচনপূর্বক File name বক্সে ফাইলের উপযুক্ত নাম লিখে save বাটনে ক্লিক করতে হয়।