Solution
Correct Answer: Option B
- ভূমিকম্পের মাত্রা নির্ধারণের জন্য বিশ্বজুড়ে বহুল ব্যবহৃত স্কেলের নাম হলো রিখটার স্কেল।
- সিসমোগ্রাফ (Seismograph) যন্ত্র থেকে পাওয়া তথ্য এবং রেখাচিত্র বিশ্লেষণ করে গাণিতিকভাবে ভূমিকম্পের তীব্রতা মাপা হয় রিখটার স্কেলের মাধ্যমে।
- রিখটার স্কেলে সাধারণত ০ থেকে ১০ মাত্রা পর্যন্ত ভূমিকম্পের তীব্রতা মাপা যায়।
- ১৯৩৫ সালে চার্লস এফ. রিখটার এই স্কেলটি উদ্ভাবন করেন এবং এটি একটি ১০-ভিত্তির লগারিদমীয় পরিমাপ পদ্ধতি।
- অন্যদিকে কার্ডিওগ্রাফ দিয়ে হৃৎস্পন্দন, ক্রেসকোগ্রাফ দিয়ে উদ্ভিদের বৃদ্ধি এবং কম্পাস দিয়ে দিক নির্ণয় করা হয়।