সুলতানী যুগের অবসান ঘটান কে?
A শের শাহ
B ফখরুদ্দিন মুবারক শাহ
C আলাউদ্দিন খলজি
D কুতুবউদ্দিন আইবেক
Solution
Correct Answer: Option A
- শের শাহ ১৫৩৮ সালে শেষ সুলতান মাহমুদ শাহকে পরাজিত করে স্বাধীন সুলতানী যুগের অবসান ঘটান।
- তিনি বাংলাদেশে ঘোড়ার ডাকের প্রচলন করেন।
- তিনি বাংলার সোনারগাঁও থেকে পাঞ্জাব পর্যন্ত বিস্তৃত সুদীর্ধ সড়ক গ্র্যান্ড ট্রাঙ্ক নির্মান করেন।