ভূ-প্রকৃতি অনুযায়ী বাংলাদেশকে ভাগ করা হয়েছে -
A ৩টি অঞ্চলে
B ৪টি অঞ্চলে
C ৫টি অঞ্চলে
D ৬টি অঞ্চলে
Solution
Correct Answer: Option A
-ভূপ্রকৃতির ভিত্তিতে বাংলাদেশকে প্রধানত ৩ ভাগে ভাগ করা যায়।
-যথা- টারশিয়ারি যুগের পাহাড় সমূহ, প্লাইস্টোসিনকালের সোপান সমূহ ও সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি।