Keyboard এবং CPU এর মধ্যে কোন পদ্ধতিতে data transmission হয় ?

A Simplex

B Duplex

C Half duplex

D Triplex

Solution

Correct Answer: Option A

✔ডেটা প্রবাহের দিকের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মোডকে তিনটি ভাগে ভাগ করা হয়৷ যথাঃ সিমপ্লেক্স, হাফ-ডুপ্লেক্স ও ফুল-ডুপ্লেক্স।

✔সিমপ্লেক্স মোডে, কেবল একটি ডিভাইস সিগন্যাল প্রেরণ করতে পারে।  যেমনঃ রেডিও, টিভি ব্রডকাস্ট, কী-বোর্ড থেকে কম্পিউটারে ডেটা প্রেরণ ইত্যাদি।

✔হাফ-ডুপ্লেক্স মোডে, উভয় ডিভাইসই সিগন্যাল প্রেরণ করতে সক্ষম, তবে একই সময়ে নয়।  যেমনঃ ওয়াকি টকি।

✔ফুল-ডুপ্লেক্স মোডে, উভয় ডিভাইস একই সাথে সংকেত প্রেরণ করতে পারে। যেমনঃ টেলিফোন, মোবাইল ইত্যাদি।
   

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions