চলন্ত বাস হঠাৎ ব্রেক করলে যাত্রী সামনের দিকে ঝুঁকে পড়ে কী কারণে-
Solution
Correct Answer: Option D
⇒ নিউটনের প্রথম সূত্র অনুযায়ী, গতিশীল বস্তু সর্বদা গতিশীল থাকতে চাওয়ার যে ধর্ম বা প্রবণতা দেখায়, তাকে ‘গতি জড়তা’ বলা হয়।
⇒ বাস যখন চলতে থাকে, তখন যাত্রীর শরীরও বাসের সাথে একই গতিতে সামনের দিকে চলতে থাকে।
⇒ হঠাৎ ব্রেক কষলে বাসের সাথে যাত্রীর শরীরের নিচের অংশ স্থির হয়ে যায়, কিন্তু শরীরের উপরের অংশ গতি জড়তার কারণে সামনের দিকে এগিয়ে যেতে চায়।
⇒ ফলে শরীরের ভারসাম্য নষ্ট হয় এবং যাত্রী সামনের দিকে ঝুঁকে পড়েন।