যে সর্বোচ্চ শ্রুতি সীমার উপরে মানুষ বধির হতে পারে তা হচ্ছে --

A    ৭৫  ডি বি 

B    ৯০  ডি বি   

C    ১০৫ ডি বি 

D    ১২০  ডি বি 

Solution

Correct Answer: Option D

শব্দ উৎসের কম্পাঙ্ক যদি ২০ থেকে ২০,০০০ Hz এর মধ্যে হয় তাহলে মানুষ সেই শব্দ শুনতে পারে ।শব্দের তীক্ষ্ণতা ৮৫ ডেসিবেলের বেশি হলে তা মানুষের জন্য ক্ষতিকর.১২০-১৪০ ডিবি শব্দ কানে ব্যাথা ও সম্পূর্ন বধিরতা সৃষ্টি করতে পারে। 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions