DNS সার্ভারের কাজ হচ্ছে __কে __address এ পরিবর্তন করা ।
A Email,DNS
B MAC Address,IP
C domain,name,IP
D Email,IP
Solution
Correct Answer: Option C
- DNS এর পূর্ণরূপ হচ্ছে Domain Name System।
- DNS Server একটি ফোন বুক এর মতো চিন্তা করা যায়।
- যখন আমরা ব্রাউজারে কোনো এড্রেস লিখে সার্চ দিই তখন সেটি isp থেকে DNS Server এর কাছে যায়।
- তখন DNS Server আমাদের দেওয়া এড্রেসটিকে নির্দিষ্ট একটি আইপিতে রূপান্তর করে আবার আমাদের কাছে পাঠিয়ে দেয়।
- DNS Server মূলত অনেক গুলো ডোমেইনের নাম সেভ করে থাকে সাথে তার আইপি এড্রেসটিও।
- যখন আমরা কোনো ডোমেইনের নাম লিখে সার্চ দিই তখন DNS Server সেই ডোমেইনের নামটাকে তার নির্দিষ্ট আইপি এড্ড্রেসে রূপান্তর করে আমাদেরকে রিটার্ন করে।
- DNS Server আমাদেরকে আইপি এড্রেস রিটার্ন করার কারণ হচ্ছে ISP (Internet Service Provider) আইপি এড্রেস ছাড়া কোনো ওয়েব সাইটের সার্ভার খুঁজতে পারেনা।