‘সিরাজাম মুনীরা' কাব্যের রচয়িতা কে?

A তালিম হোসেন

B ফররুখ আহমদ

C গোলাম মোস্তফা

D আবুল হোসেন

Solution

Correct Answer: Option B

ফররুখ আহমদ কর্তৃক ধর্মীয় পথপ্রদর্শকদের নিয়ে রচিত কাব্যগ্রন্থ 'সিরাজাম মুনিরা' (১৯৫২)। এ কাব্যে মোট ১৯টি কবিতার সমন্বয়ে ইসলামি ঐতিহ্যকে রূপায়িত করা হয়েছে।  ফররুখ আহমদ রচিত প্রথম প্রকাশিত ও শ্রেষ্ঠ কাব্য 'সাত সাগরের মাঝি (১৯৪৪); 
 কাব্যনাট্য: 'নৌফেল ও হাতেম' (১৯৬১); 
 কাহিনীকাব্য: 'হাতেমতায়ী' (১৯৬৬); 
 সনেট সংকলন: 'মুহূর্তের কবিতা' (১৯৬৩); 
 শিশুতোষ গ্রন্থ: 'পাখির বাসা' (১৯৬৫); 
 কাব্যগ্রন্থ: 'হাবেদা মরুর কাহিনী' (১৯৮১), 'সিন্দাবাদ'।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions