কোন দেশে পৃথিবীর সর্বাপেক্ষা খর্বাকৃতির পিগমিদের বাস ? 

A  জিবুতি 

B  কঙ্গো 

C  জায়ারে 

D  মাদাগাস্কার 

Solution

Correct Answer: Option B

পিগমিরা মধ্য আফিকার অরণ্যচারী মানবগোষ্ঠী। পিগমিরা বহু গোত্রে বিভক্ত। এদের তিনটি প্রধান গোত্র হল -আকা, বাকা এবং টিওয়া। এরা কঙ্গো, ক্যামেরন এবং জায়ারে -প্রভৃতি আফ্রিকার মধ্যাঞ্চলের দেশ সমূহের বৃষ্টিবনে (রেইন ফরেস্ট)-এ যাযাবর জীবন যাপন করছে। উচ্চতার দিক পিগমিরা তেমন লম্বা হয় না। এদের গড় উচ্চা ৪ ফুট ১১ ইঞ্চি।‘পিগমি’ শব্দের উদ্ভব গ্রিক শব্দ Pygmaîos থেকে। শব্দটির অর্থ one cubit high-যা ৫০ সেন্টিমিটারের কম। উনিশ শতকে ইউরোপীয়রা আফ্রিকার বৃষ্টিবনে খর্বকায় মানুষদের দেখে ওই নামে ডাকতে থাকে যা পরবর্তীকালে অনেকটাই অবজ্ঞাসূচকই হয়ে ওঠে। তবে বর্তমানে পিগমিদের তাদের গোত্রীয় নামে ডাকার কথা উঠেছে। যেমন--আকা, বাকা টিওয়া কিংবা এমবুটি। তবে এ বিষয়ে একজন গবেষক লিখেছেন: Nevertheless, the term is widely used as no other term has emerged to replace“Pygmy”. 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions