কোন দেশটি ল্যাটিন আমেরিকার অন্তর্ভূক্ত নয়?

A    ব্রাজিল

B    আর্জেন্টিনা

C    পেরু

D    মেক্সিকো 

Solution

Correct Answer: Option D

লাটিন আমেরিকা বলতে উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশের এমন অঞ্চলগুলোকে বোঝায় যেখানকার জনগণ লাটিন ভাষা থেকে উদ্ভূত রোমান ভাষাসমূহে কথা বলে। রোমান ভাষা বলতে মূলত স্পেনীয় এবং পর্তুগিজ ভাষাকে বোঝায়। উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশের ২০টি দেশ এই অঞ্চলের মধ্যে পড়ে। এগুলোর মধ্যে দক্ষিণ আমেরিকার ১০টি, মধ্য আমেরিকার ৬টি, ক্যারিবিয়ান অঞ্চলের ৩টি ও উত্তর আমেরিকা মহাদেশের ১টি দেশ রয়েছে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions