শুদ্ধ বাক্যটি চিহ্নিত করুন?

A দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য

B সকল সদস্যবৃন্দ সভায় উপস্থিত ছিলেন

C নেপালের ভৌগলিক সীমা বর্ণনা করুন

D তাহারর কথার সঙ্গে কাজের সামঞ্জস্যতা নেই

Solution

Correct Answer: Option A

-b-নং অপশন এ বহুবচন  এর একাধিক ব্যবহার লক্ষ্য করা যাচ্ছে।
-c-নং অপশন এ শব্দের যথার্থ প্রয়োগ লক্ষ্য করা যায় নি।
-d-নং অপশন এ সাধু ও চলিত ভাষার মিশ্রন লক্ষ্য করা যায়।
সুতারাং- শুদ্ধ বাক্যটি  হবে দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions