নিচের কোনটি মধ্যস্বরাগম এর উদাহরন?

A দিশা

B সত্যি

C মাইর

D রতন

Solution

Correct Answer: Option D

মধ্য স্বরাগম, বিপ্রকর্ষ বা স্বরভক্তি : শব্দের মাঝখানে স্বরধ্বনি আসলে তাকে বলে মধ্য স্বরাগম। যেমন, 'রত্ন' (র + অ + ত + ন + অ) শব্দের 'ত' ও 'ন' - র মাঝখানে একটি অ যুক্ত হয়ে হয়েছে 'রতন'। এটি মধ্য স্বরাগম।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions