Solution
Correct Answer: Option A
-একজন প্রাপ্তবয়স্ক মানুষের 206টি হাড় থাকে।
-এই হাড় দুটি প্রধান গ্রুপে বিভক্ত: অক্ষীয় কঙ্কাল এবং অ্যাপেন্ডিকুলার কঙ্কাল।
-অক্ষীয় কঙ্কালের মধ্যে মাথার খুলি, মেরুদণ্ড এবং পাঁজরের খাঁচার হাড় রয়েছে।
-অ্যাপেন্ডিকুলার কঙ্কালের মধ্যে বাহু, পা এবং পেলভিসের হাড় রয়েছে।