বিশ্বব্যাংকের মতে সুশাসনের উপাদান ৬টি-
- বাক স্বাধীনতা ও জবাবদিহিতা
- রাজনৈতিক স্থিতিশীলতা ও সহিংসতার অনুপস্থিত
- সরকারের কার্যকারিতা
- নিয়ন্ত্রণ গুন
- আইনের শাসন
- দুর্ণীতি দমন
২০০০ সালে বিশ্বব্যাংক সুশাসনের ৪টি স্তম্ভ ঘোষণা করে। এ ৪টি স্তম্ভ হল−
- দায়িত্বশীলতা,
- স্বচ্ছতা
- আইনী কাঠামো ও
- অংশগ্রহণ।