কোনটি শুদ্ধ বানান?

A ইন্দ্রজালিক

B ঐন্দ্রজালিক

C ঈদ্রজালিক

D ক ও খ উভয় সঠিক 

Solution

Correct Answer: Option D

 ঐন্দ্রজালিক শব্দটি এসেছে সংস্কৃত শব্দ ঐন্দ্রজাল থেকে, যার অর্থ জাদু। ঐন্দ্রজালিক শব্দটি জাদুবিদ্যা বা জাদুকর সম্পর্কিত কিছু বোঝাতে ব্যবহৃত হয়।

১৯৯২ সালে বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম " প্রণয়ন করেন। কলকাতা বিশ্ববিদ্যালয় ১৯৩৬ সালে।
বাংলা একাডেমি অভিধান থেকে "ই" এবং "ঈ" এর বাছাইকৃত কতিপয় শুদ্ধ বানান।
*ইউরোপীয়*ইগল*ইতঃপূর্বে*ইতস্তত*ইতোমধ্যে
*ইতিহাসবিৎ* ইতিহাসবেত্তা*ইত্যাকার*ইদ*ইদগাহ
*ইদানীং*ইনকিলাব(অর্থ- বিপ্লব,বিদ্রোহ ও আন্দোলন
*ইন্দ্রজালিক /ঐন্দ্রজালিক (দুটোই সঠিক)*ইন্দ্রিয়
*ইন্দ্রিয়গ্রাহ্য*ইমান*ইয়ত্তা*ইস্রাফিল'

"ঈ"
*ঈদৃশ*ঈপ্সা*ঈপ্সিত*ঈর্ষণীয়*ঈর্ষান্বিত*ঈর্ষাপরায়ণ
*ঈষৎ

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions