What is the geographical location of Bangladesh?
A 24° 30' to 28°34' south latitude
B 80°34' to 40°90' west longitude
C 34°25' to 28°38' north latitude
D 88°01' to 92° 41' east longitude
Solution
Correct Answer: Option D
বাংলাদেশের ভৌগোলিক অবস্থান:-
-পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ হচ্ছে বাংলাদেশ
-বাংলাদেশের অবস্থান এশিয়া মহাদেশের দক্ষিণ পূর্ব দিকে।
-এদেশ প্রায় ২০ ডিগ্রি ৩৪' থেকে ২৬ ডিগ্রি ৩৮´ উত্তর অক্ষাংশ এবং ৮৮ ডিগ্রি ০১´ থেকে ৯২ ডিগ্রি ৪১´ পূর্ব দ্রাঘিমাংশ পর্যন্ত বিস্তৃত।
-বাংলাদেশ ক্রান্তীয় অঞ্চলের অন্তর্ভুক্ত কারণ এদেরশের মাঝ বরাবর পূর্ব পশ্চিমে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে।
-বাংলাদেশের স্থলভাগ ভারত এবং মিয়ানমার দ্বারা বেষ্টিত রয়েছে ।
-গ্রিনিচ মান সময়ের সঙ্গে বাংলাদেশের সময়ের পার্থক্য ৬ ঘন্টা।