সাধারণ বৈদ্যুতিক বাল্বের ভিতরে কি গ্যাস সাধারণত ব্যবহার করা হয় ?

A  নাইট্রোজেন 

B  হিলিয়াম 

C  নিয়ন 

D  অক্সিজেন 

Solution

Correct Answer: Option A

- বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট 'টাংস্টেন' ধাতু দিয়ে তৈরি হয়।
- বাল্বের ভেতরে যদি বাতাস বা অক্সিজেন থাকে, তবে উচ্চ তাপে ফিলামেন্টটি অক্সিজেনের সাথে বিক্রিয়া করে জ্বলে বা পুড়ে যাবে।
- তাই বাল্বের ভেতরে নাইট্রোজেন বা আর্গনের মতো নিষ্ক্রিয় গ্যাস ব্যবহার করা হয়, যা ফিলামেন্টের জারণ (Oxidation) ও বাষ্পীভবন রোধ করে বাল্বের স্থায়িত্ব বাড়ায়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions