বাগধারার ভুল প্রয়োগে বাক্যের কোন গুণটি নষ্ট হয়?
A আকাঙ্ক্ষা
B যোগ্যতা
C আসত্তি
D সবগুলো
Solution
Correct Answer: Option B
- বাগধারা ভাষার একটি ঐতিহ্য।
- বাংলা ভাষাতেও অসংখ্য বাগধারা প্রচলিত আছে।
- এসব বাগধারা ব্যবহার করার সময় এগুলোর কোন পরিবর্তন করলে বাগধারার ভাবগত যোগ্যতা নষ্ট হয়। ফলে বাক্য তার যোগ্যতা গুণ হারায়।