ঐতিহাসিক পানাম নগর কোথায় অবস্থিত?
A সোনারগাঁ
B বগুড়া মহাস্থানগড়
C কুমিল্লার ময়নামতিতে
D নওগাঁর বৌদ্ধবিহারে
Solution
Correct Answer: Option A
-নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার পূর্বনাম সুবর্ণগ্রাম।
-প্রীনকালে মুসলিম সুলতানদের আমলে এটি রাজধানী ছিল।
-তখন এর নাম ছিল পানাম নগর।
-১৬ শতকে বার ভূঁইয়ারা এখানে রাজধানী স্থাপন করে এবং বার ইবার সোনা বিবির নামানুসারে এর নামকরণ করা হয় সোনারগাঁও।