বার্ষিক শতকরা ১১ টাকা হারে ৬০,০০০ টাকা ১ বছরে পরিশোধ হলে, মাসিক কিস্তির পরিমাণ কত?
A ৫৬০০
B ৫৫৫০
C ৫৮৬০
D ৬২০০
Solution
Correct Answer: Option B
৬০,০০০ টাকার জন্য ১ বছরে মোট সুদ দিতে হবে,
I= Pnr/১০০
=(৬০০০০×১×১১)/১০০
=৬৬০০ টাকা
মোট টাকা দিতে হবে = ৬০,০০০ + ৬৬০০ = ৬৬৬০০
∴ প্রত্যেক মাসে দিতে হবে = ৬৬৬০০০/১২ = ৫৫৫০ টাকা