কাজী নজরুল ইসলাম তাঁর কোন সাহিত্য কর্মটি রবীন্দ্রনাথ ঠাকুরকে উপহার দিয়েছিলেন?

A অগ্নিবীণা

B শিউলিমালা

C বাঁধনহারা

D সঞ্চিতা

Solution

Correct Answer: Option D

-কাজী নজরুল ইসলামের নির্বাচিত কবিতার সংকলন 'সঞ্চিতা (১৯২৮)।
-'সঞ্চিতা'য় মোট ৭৮টি কবিতা ও ১৭টি গান সংকলিত আছে।
-এটি তিনি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেন।
-কাজী নজরুল ইসলাম 'অগ্নিবীণা' (১৯২২) কাব্যটি বারীন্দ্রকুমার ঘোষকে উৎসর্গ করেন।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions