বাংলাদেশের উষ্ণতম স্থান কোনটি?

A রাজশাহী

B সিলেটের লালখান

C নাটোরের লালপুর

D কক্সবাজারের মহেশখালী

Solution

Correct Answer: Option C

জেনে রাখুন,
● বাংলাদেশের জলবায়ু- ক্রান্তীয় মৌসুমী জলবায়ু বা আদ্র সমভাবাপন্ন জলবায়ু।
● বাংলাদেশের আবহাওয়া- নাতিশীতোষ্ণ।
● উত্তর গোলার্ধে বাংলাদেশের বড়দিন ও ছোট রাত- ২১শে জুন
● উত্তর গোলার্ধে বাংলাদেশের ছোট দিন ও বড় রাত- ২২শে ডিসেম্বর।
● বাংলাদেশের দিনরাত সমান থাকে- ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর।
● বাংলাদেশের সর্বোচ্চ বৃষ্টিপাতের স্থান- লালাখাল, সিলেট।
● বাংলাদেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয় যে বিভাগ ও জেলায়- সিলেট।
● বাংলাদেশের সর্বোচ্চ শীতলতম বিভাগ ও জেলা- সিলেট।
● বাংলাদেশের সব থেকে উষ্ণ জেলা ও বিভাগ- রাজশাহী ‌।
● বাংলাদেশের সর্বোচ্চ শীতলতম স্থান- শ্রীমঙ্গল, মৌলভীবাজার।
● বাংলাদেশের সর্বনিম্ন বৃষ্টিপাত হয় যে স্থানে- লালপুর, নাটোর।
● বাংলাদেশের উষ্ণতম মাস- এপ্রিল এবং শীতলতম মাস- জানুয়ারি।
● বাংলাদেশের বার্ষিক ঝড় বৃষ্টিপাত- ২০৩ সেন্টিমিটার।
● স্বতন্ত্র ঋতু বলা হয়- বর্ষা কালকে।
● আবহাওয়া অধিদপ্তর যে মন্ত্রণালয়ের অধীন- প্রতিরক্ষা মন্ত্রণালয়।
● বস্তুর ওজন সবথেকে বেশি হয়- মেরু অঞ্চলে।
● বাংলাদেশের গড় তাপমাত্রা- ২৬.০১ ডিগ্রি সেলসিয়াস।
● বস্তুর ওজন সবথেকে কম- নিরক্ষীয় বা বিষুবীয় অঞ্চলে।
● ৬৬.৫ ডিগ্রি উত্তর অক্ষরেখাকে বলা হয়- সুমেরু বৃত্ত।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions