লালমাই পাহাড় এর ভূপ্রকৃতি কোনটি?

A টারশিয়ারি যুগের পাহাড়

B প্লাইস্টোসিন কালের সোপান

C প্লাবন সমভূমি

D বদ্বীপ সমভূমি

Solution

Correct Answer: Option B

লালমাই পাহাড়ের বৈশিষ্ট্য 
- এটি বাংলাদেশের বরেন্দ্রভূমি এবং মধুপুর ও ভাওয়াল গড়ের সমকালীন। লালমাই পাহাড় এর দৈর্ঘ্য ৮ কিলোমিটার এবং এর সবচেয়ে চওড়া অংশ ৪.৮ কিলোমিটার। এটির সর্বোচ্চ উচ্চতা ৪৬ মিটার। পাহাড়টির উত্তর অংশ ময়নামতি পাহাড় এবং দক্ষিণ অংশ লালমাই পাহাড় নামে পরিচিত।
-লালমাই পাহাড় কুমিল্লা জেলায় অবস্থিত।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions