-১৮৯৫ সালের ৮ নভেম্বর যখন উইলহেম নিজের অজান্তে এক্স-রে আবিষ্কার করেন, তখন পদার্থবিজ্ঞানের অনেক মৌলিক বিষয়ও আবিষ্কৃত হয়নি।
-প্লেন এক্স - রে থেকে শুরু করে, কন্ট্রাস্ট এক্স - রে, সিটি স্ক্যান পিইটি সিটি (PET - CT) সহ আরো অকেন ক্ষেত্রেই এক্স - রের ব্যবহার ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।
-সবধরনের এঞ্জিওগ্রাম, প্রচলিত সিটি এঞ্জিওগ্রাম (CT angiogram) এগুলো সবই মূলত এক্স - রে নির্ভর পরীক্ষা।তাই নিশ্চিন্তে বলাই যায় এটার মাধ্যমে ক্যান্সার হওয়ার সম্ভাবনা নাই।