ডিএনএ অণুর আধুনিক গঠন কাঠামোর উদ্ভাবক কে?
A ডারউইন
B গ্রেগর জোহান মেন্ডেল
C ভিক্টর প্রাগ
D ওয়াটসন
Solution
Correct Answer: Option D
- জীবের নিউক্লিয়াসে অবস্থিত ডিএনএ হলো বংশগতির ধারক ও বাহক৷
- ওয়াটসন ও ক্রিক দুজন ব্রিটিশ বিজ্ঞানী ১৯৫৩ সালে ডিএনএ অণুর গঠন আবিষ্কার করেন। এজন্য তাঁরা ১৯৬৩ সালে নোবেল পুরষ্কারে ভূষিত হন।
- বিজ্ঞানী ওয়াটসন ও ক্রিক সর্বপ্রথম উদ্ভাবন করেন যে ডিএনএ অণু দ্বিসূত্রক এবং সর্পিল আকৃতি বিশিষ্ট।