বাংলাদেশে কখন সবচেয়ে কম সময়ের ব্যবধানে আদমশুমারি হয়?

A ১৯৯১

B ১৯৮১

C ২০২২

D ২০১১

Solution

Correct Answer: Option B

-১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পর ১৯৭৪, ১৯৮১, ১৯৯১, ২০০১ ,২০১১ ও ২০২২ সালে আদমশুমারি অনুষ্ঠিত হয়। 

- সর্বশেষ ৬ষ্ঠ জনশুমারি অনুষ্ঠিত হয় ১৫-২১জুন ২০২২ সালে। 
- এটি দেশের → প্রথম ডিজিটাল জনশুমারি । 
- গণনা পদ্ধতি → Modified Defacto । 
গণনাকৃত জনসংখ্যা ১৬,৫১,৫৮, ৬১৬(সমন্বয়কৃতঃ ১৬,৯৮,২৮,৯১১)।
গণনাকৃত জনসংখ্যা বৃদ্ধির হার ১.২২%(সমন্বয়কৃতঃ ১.১২%)।
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীঃ ১৬,৫০,৪৭৮ । সর্বোচ্চ-৪,৯৪,২২৫(চট্টগ্রাম) ও সর্বনিম্ন-৪,১৯০(বরিশাল)
জনসংখ্যা ঘনত্ব(প্রতি কিমি) ঃ ১,১১৯ ।
লিঙ্গ অনুপাত ঃ ৯৮.০৭(পল্লীঃ ৯৫.৩০ ও শহরঃ ১০৪.৩৫)
সাক্ষরতার হার(৭ বছর বা তার বেশি) ঃ ৭৪.৮০% (পুরুষ-৭৬.৭১% ও নারী-৭২.৯৪)।
প্রতিবন্ধী শতকরাঃ ১.৩৭(পল্লীঃ ১.৫০ ও শহরঃ ১.০৮)
খানা সংখ্যাঃ ৪,১০,০৮,২১,৭২০ 
পানীয় জলের প্রধান উৎস শতকরাঃ ট্যাপ/পাইপ(সাপ্লাই)-১১.১৪ এবং টিউবওয়েল-৮৬.৫১
বিদ্যুৎ সুবিধার প্রধান উৎস ঃ জাতীয় গ্রিড- ৯৭.৫৯; সৌর বিদ্যুৎ- ১.৪৬; অন্যান্য-০.১৮; বিদ্যুৎ সুবিধা নেই-০.৭৬  

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions