- ডিএনএ অনুলিপন বা ডিএনএ প্রতিলিপন বা replication হলো একটি জৈবিক প্রক্রিয়া যার মাধ্যমে একটি ডিএনএ অণু থেকে একই রকম দুটি ডিএনএ-এর প্রতিলিপি উৎপন্ন হয়। ডিএনএ প্রতিলিপি জৈবিক উত্তরাধিকারের জন্য সবচেয়ে প্রয়োজনীয় অংশ হিসেবে কাজ করে।
-ডিএনএ এর গাঠনিক একক হলো নিউক্লিয়োটাইড।