Solution
Correct Answer: Option B
কোনো কিছুর স্বাভাবিক আওয়াজ বা ধ্বনির অনুকরণে গঠিত শব্দকে ধওন্যাত্মক বা অনুকার শব্দ বলে। এ জাতীয় অনুকার শব্দের দুই বার প্রয়োগের নাম অনুকার দ্বিরুক্তি। অর্থাৎ কোনো কিছুর ধ্বনি, ডাক, আওয়াজ ও কাল্পনিক অনুকৃতিবিশিষ্ট শব্দের রূপকে অনুকার দ্বিরুক্তি বলে। যেমন : মিউমিউ, ঘেউঘেউ, টাপুর টুপুর ইত্যাদি।