মুঘল আমলে নির্মিত 'ময়ূর সিংহাসন' লুণ্ঠন করে নিয়ে যায় কোন সম্রাট?
Solution
Correct Answer: Option B
- ময়ূর সিংহাসন মুঘল সম্রাট শাহজাহান কর্তৃক নির্মিত একটি অনিন্দ্য সুন্দর সিংহাসন।
- ১৬২৮-১৬৩৫ খ্রিষ্টাব্দের মধ্যে বেবাদল খাঁর তত্ত্বাবধানে তৎকালীন ৮ কোটি টাকা ব্যয়ে এটি নির্মিত হয়।
- ময়ূর সিংহাসন ছিল মূল্যবান স্বর্ণ, হীরা ও দুর্লভ মরকত মনি খচিত।
- ১৭৩৯ সালে দিল্লির সম্রাট মোহাম্মদ শাহের শাসনামলে পারস্য সম্রাট নাদির শাহ ভারতবর্ষে অভিযান কালে এটিকে লুণ্ঠন করে নিয়ে যায়।