নিচের কোনটি উপন্যাস?

A মানবজমিন

B গো-জীবন

C মানবজীবন

D আমলার মামলা

Solution

Correct Answer: Option A

- ভারতীয় বাঙালি লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত উপন্যাস 'মানবজমিন' (১৯৮৮)।
- লোভ, ঘৃণা, প্রেম, রিপুর তাড়না, বাঁচার ইচ্ছে, উচ্চাকাঙ্ক্ষা- এমন যেসব কিছুর দ্বারা কুম্ভীপাকে নিয়ত সিদ্ধ হচ্ছে মানুষ, তারই উপর ভিত্তি করে গড়ে উঠেছে এ উপন্যাস।
- দীপনাথ, তৃষা ও প্রীতম- এ তিন চরিত্রের লড়াই উপন্যাসটি।
- এ উপন্যাসটির জন্য তিনি ১৯৮৯ সালে 'সাহিত্য আকাদেমি পুরস্কার' লাভ করেন।
- ২০১০ সালে বাংলাদেশে উপন্যাসটি নিয়ে নাটক নির্মাণ করেন মুরাদ পারভেজ।

অন্যদিকে, 
- মোহাম্মদ লুৎফর রহমান রচিত প্রবন্ধগ্রন্থ 'মানবজীবন' (১৯২৭);
- মীর মশাররফ হোসেন রচিত প্রবন্ধ 'গো-জীবন' (১৮৮৯);
- শওকত ওসমান রচিত নাটক 'আমলার মামলা' (১৯৪৯)।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions