কোনটিতে ক্রিয়াজাত অনুসর্গের প্রয়োগ ঘটেছে?
A ঢাকা থেকে বরিশাল যেতে পদ্মা নদী পার হতে হয়।
B মাথার উপরে নীল আকাশ।
C হারানাে মোবাইলটার জন্য অনেক কেঁদেছি।
D তার কাছে গেলে জানা যাবে?
Solution
Correct Answer: Option A
ক্রিয়াজাত অনুসর্গ:
- যেসব অনুসর্গ ক্রিয়াপদ থেকে তৈরি হয়েছে, সেগুলোকে ক্রিয়াজাত অনুসর্গ বলে।
যেমন:
• করে: ভালো করে খেয়ে নাও।
• ধরে: বহুদিন ধরে অপেক্ষা করে আছি।
• দিয়ে: মন দিয়ে লেখাপড়া করা দরকার।
• থেকে: ঢাকা থেকে বরিশাল যেতে পদ্মা নদী পার হতে হয়।
• বলে: তুমি আসবে বলে আমি দাঁড়িয়ে আছি।