কোনটি সংস্কৃত অনুসর্গ?

A স্বৈরাচারের দরুন দেশের অনেক ক্ষতি হয়েছে।

B ছাত্রদের ভেতর নিষিদ্ধ সংগঠনের কর্মীরা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেস্টা করেছে।

C দুর্নীতির কাছে নৈতিকতা অসহায়।

D ছাত্র-জনতা কর্তৃক ফ্যাসিবাদী সরকারের উৎক্ষেপণ হয়েছে।

Solution

Correct Answer: Option D

অনুসর্গ প্রধানত দুই প্রকার।
১) নাম বা বিশেষ্য অনুসর্গ
২) ক্রিয়া অনুসর্গ

- নাম বা বিশেষ্য অনুসর্গকে আবার তিনটি ভাগে ভাগ করা হয়েছে।

১) সংস্কৃত অনুসর্গ: অপেক্ষা, অভিমুখ, উপরে, কর্তৃক, জন্য, দিকে ইত্যাদি।
২) বিবর্তিত অনুসর্গ: আগে, কাছে, ছাড়া, তরে, পানে, পাশে, বই, ভেতর, মাঝে, সাথে, সামনে ইত্যাদি।
৩) ফারসি অনুসর্গ: দরুন, বদলে, বনাম, বাদে, বাবদ, বরাবর ইত্যাদি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions