✔ কার্ল আর্নস্ট লুডভিগ মার্কস প্ল্যাঙ্ক ( ২৩ এপ্রিল ১৮৫৮ - ৪ অক্টোবর ১৯৪৭) জার্মান তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী ছিলেন।
✔ ১৯০০ সালে ম্যাক্স প্লাঙ্ক আলোর কোয়ান্টাম তত্ত্বের প্রস্তাবনা করেন।
✔ কোয়ান্টম তত্ত্ব ব্যবহার করে ১৯০৫ সালে আইনস্টাইন আলোক তড়িৎ ক্রিয়ার ব্যাখ্যা দেন।
✔ কোয়ান্টাম তত্ত্বের আবিষ্কার করে 1918 সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন তিনি।