অভিবাসন দ্বারা জনগনের কী ধরনের পরবর্তন সম্ভব?
Solution
Correct Answer: Option C
অভিবাসন এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে মানুষের স্থানান্তর। বিশেষ বিশেষ জনগোষ্ঠী বা মানুষের গ্রাম থেকে শহরে আগমন, স্থান বদল, কয়েকদিন কিংবা বহু বছর নিজের আদি বা স্থায়ী বাড়ি থেকে অনুপস্থিতি, সাময়িক অভিবাসন বা স্থায়ী আবাস পরিবর্তনের মতো বিষয়গুলি এ প্রক্রিয়ার সঙ্গে জড়িত। তথ্য প্রযুক্তির প্রসার এবং যোগাযোগ ও পরিবহণ ব্যবস্থার উন্নতির কারণে অস্থায়ী প্রকৃতির স্থানান্তর ক্রমশ গুরুত্ব পাচ্ছে। অভিবাসন দ্রুত নগরায়ণের একটি মূল চালিকাশক্তি যা শ্রমশক্তির ভৌগোলিক পুনর্বণ্টনের মাধ্যমে অধিক মাত্রায় উৎপাদন এবং উন্নয়ন প্রক্রিয়াকে ত্বরান্বিত করে।