ক্রিয়া প্রকৃতির অন্য নাম কী?

A উপসর্গ

B ধাতু

C অনুসর্গ

D প্রত্যয়

Solution

Correct Answer: Option B

ক্রিয়ার মূল অংশকে বলা হয় ধাতু, যা ক্রিয়া প্রকৃতির অন্য নাম। ধাতু কথাটি বোঝানোর জন্য ধাতুর আগে (√) অগ্রদূত চিহ্নটি ব্যবহার করতে হয়। এই চিহ্ন ব্যবহার করলে ‘ধাতু’ কথাটি লেখার প্রয়োজন হয় না। যেমন: √কর্ (কর্ ধাতু), √পড় (পড় ধাতু) ইত্যাদি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions