ই-মেইল সিস্টেম কে চালু করেন?

A মার্কনি

B বিল গেটস

C ম্যাক্সওয়েল

D রেমন্ড টমলিনসন

Solution

Correct Answer: Option D

ই-মেইল ঠিকানা হলো ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগের একটি পরিচয়। E-mail ঠিকানা @ চিহ্ন দ্বারা দুইভাগে বিভক্ত। প্রথম ভাগে @ চিহ্নের আগের অংশে User অর্থাৎ ব্যবহারকারীর ঠিকানা থাকে এবং @ চিহ্নের পরের অংশটি হলো Domain name. ডোমেইন নেইম (.) চিহ্ন দ্বারা কয়েকটি অংশে বিভক্ত হয়। ১৯৭১ সালে রেমন্ড টমলিনসন ই-মেইল সিস্টেম চালু করেন। আর ১৯৭২ সালে ই-মেইল ঠিকানায় সর্বপ্রথম @ চিহ্ন ব্যবহৃত হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions