Solution
Correct Answer: Option B
একটি মাধ্যমের মধ্য দিয়ে উৎস পয়েন্ট থেকে
গন্তব্যের দিকে যে পরিমাপ ডেটা একক সময়ে পরিবাহিত
হতে পারে তাকে Bandwidth বলে। Bandwidth
সাধারণত Bit per second (bps)-এ হিসাব করা হয়। একে
Band speed ও বলা হয়। অর্থাৎ প্রতি সেকেন্ডে যে পরিমাণ
বিট ট্রান্সমিট করা হয়, তাকে bps বা Bandwidth বলে।