চাঁদে কোনো বস্তুর ওজন পৃথিবীর ওজনের ... ভাগের ১ ভাগ।
Solution
Correct Answer: Option B
কোনো বস্তুর ভর কখনো পরিবর্তিত হয় না। ভর
হলো কোনো বস্তুর মোট পদার্থের পরিমাণ। অন্যদিকে, বস্তুর
ওজন পরিবর্তিত হয়। ওজন হলো কোনো বস্তুর ওপর
মহাকর্ষীয় ক্ষেত্র দ্বারা প্রযুক্ত বলের মান। অর্থাৎ ওজন (w)
= mg চাঁদে মহাকর্ষীয় ত্বরণ (g) এর মান পৃথিবী পৃষ্ঠের ৬
গুণ হওয়ায় চাঁদে কোন বস্তুর ওজন পৃথিবীর কোন বস্তুর
ওজন অপেক্ষা ১/৬ গুণ কম।