দৃশ্যকে কোন সংকেতে রূপান্তর করে পাঠানো হয়?
A অডিও সংকেত
B ভিডিও সংকেত
C ডিজিটাল সংকেত
D অ্যানালগ সংকেত
Solution
Correct Answer: Option B
ভিডিও সংকেতের উৎস হলো কোন ছবি বা দৃশ্য।
টেলিভিশন ক্যামেরা কোন দৃশ্যকে ধারণ করে। স্ক্যানিং
প্রক্রিয়ায় একে তড়িৎ সংকেতে রূপান্তরিত করা হয়। এ
সংকেতের নাম ভিডিও সংকেত। কোন দৃশ্যকে দৃশ্য হিসেবে
সরাসরি প্রেরণ করা যায় না। তাই একে তড়িৎ সংকেত বা
ভিডিও সংকেতে রূপান্তরিত করে পাঠানো হয়।