ডুবোজাহাজ হতে পানির উপর কোন বস্তু দেখার জন্য কোন আলোক যন্ত্র ব্যবহার করা হয়?
A টেলিস্কোপ
B পেরিস্কোপ
C মাইক্রোস্কোপ
D বাইনোকুলার
Solution
Correct Answer: Option B
- পেরিস্কোপ একটি চোঙাকৃতি যন্ত্র।
- এতে দুটি সমতল দর্পণ ৪৫° কোণে বসানো হয়।
- ডুবোজাহাজ হতে পানির উপরের জিনিস দেখার কাজে এটি ব্যবহৃত হয়।
- অদৃশ্য বস্তুর প্রতিবিম্ব প্রথম দর্পণ হয়ে দ্বিতীয় দর্পণে পড়ে এবং শেষে দর্শকের চোখে প্রতিক্রিয়া সৃষ্টি করে।