অন্নদামঙ্গল কাব্যে ব্যবহৃত প্রবাদ প্রবচন কোনটি?
A ভাবিতে উচিত ছিল প্রতিজ্ঞা যখন
B অসারের গর্জন তর্জন সার
C ইঁদুর চেনে না ভাগবত পুঁথি
D ঠগ বাছতে গা উজার
Solution
Correct Answer: Option A
দেবী অন্নদার গুণকীর্তন করে যে কাব্য রচনা করা হয় তা অন্নদামঙ্গল কাব্য। এর রচয়িতা ভারতচন্দ্র রায় গুণাকর। অন্নদামঙ্গল কাব্যে ব্যবহৃত প্রবাদ প্রবচন-ভাবিতে উচিত ছিল প্রতিজ্ঞা যখন। এ কাব্যে ব্যবহৃত অন্যান্য প্রবাদ প্রবচন- নগর পুড়িলে দেবালয় কি এড়ায়, কড়িতে বাঘের দুধ মেলে, মিছা কথা সিচা জল কতক্ষণ রয়, মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন, যতন নহিলে নাহি মিলায়ে রতন ইত্যাদি।