'শাপে বর হওয়া'- প্রবাদ প্রবচনটির অর্থ-
A যা খুশি তা করতে পারা
B খারাপ থেকে ভালো হওয়া
C মনে দ্বিধাদ্বন্দ্ব অবস্থা
D ভালো কিছু করতে গিয়ে খারাপ কিছু করা
Solution
Correct Answer: Option B
যা খুশি তা করতে পারা > রাম রাজত্ব।
মনে দ্বিধাদ্বন্দ্ব অবস্থা > শ্যাম রাখি না কুল রাখি।
ভালো কিছু করতে গিয়ে খারাপ কিছু করা > শিব গড়তে বাঁদর।