Solution
Correct Answer: Option A
- বাক্যের গঠন ও নির্মাণ হলো বাক্যতত্ত্বের প্রধান আলোচ্য বিষয়।
- বাক্যের ভেতরে কীভাবে পদ ও বর্গ বিন্যস্ত থাকে, তা বিশ্লেষণ করে বাক্যতত্ত্ব।
- এছাড়াও, এক ধরনের বাক্যকে অন্য ধরনের বাক্যে রূপান্তর, বাক্যের বাচ্য, উক্তি প্রভৃতি বিষয়ও এর অন্তর্ভুক্ত।
- বাক্যতত্ত্বে কারক বিশ্লেষণ, বাক্যের যোগ্যতা, বাক্যের উপাদানের লোপ, এবং যতিচিহ্নের ব্যবহার নিয়ে আলোচনা করা হয়।
- পদকে সঠিক ক্রমে সাজালে বাক্য গঠিত হয়, অর্থাৎ বাক্য গঠনের মূল উপাদান হলো পদ।
- তাই বাক্যতত্ত্বকে ‘পদক্রম’ও বলা হয়।