বাংলাদেশে প্রথম সামরিক আইন কে জারী করে?
A আবু সাঈদ চৌধুরী
B জিয়াউর রহমান
C খন্দকার মোশতাক আহমেদ
D জেনারেল শফিউল্লাহ
Solution
Correct Answer: Option C
দেশের সামরিক আইন জারি হয়েছে ২ বার।
- ১৯৭৫ সালের ২০ আগস্ট তারিখে খন্দকার মোশতাক প্রথম সামরিক আইন জারি করেন।
- ১৯৮২ সালের ২৪ মার্চ তারিখে হোসেন মোহাম্মদ এরশাদ সামরিক আইন জারি করেন।