একটি আদর্শ পাতায় কতটি অংশ থাকে?

A  ২টি  

B ৫টি  

C ৩টি  

D ৪টি

Solution

Correct Answer: Option C

- কাণ্ড বা তার শাখা-প্রশাখার পর্ব থেকে পাশের দিকে উৎপন্ন চ্যাপ্টা অঙ্গটি হলো পাতা।
- পাতা সাধারণত চ্যাপ্টা ও সবুজ বর্ণের হয়।
- নিম্ন শ্রেণির উদ্ভিদে পাতা থাকে না।
- তবে ফার্ন ও মস জাতীয় উদ্ভিদে পাতার ন্যায় অঙ্গ থাকে । মসের পাতা প্রকৃত পাতা নয়।
- আদর্শ পাতায় পত্রমূল, বৃত্ত ও ফলক এ তিনটি অংশ থাকে। যেমন : আম, জবা ইত্যাদি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions