কোনটি সবাত ও অবাত উভয় শ্বসন প্রক্রিয়ার প্রথম ধাপ?



A  প্লাজমোলাইসিস 

B ইলেকট্রন প্রবাহতন্ত্র

C   গ্লাইকোলাইসিস 

D ক্রেবস চক্র

Solution

Correct Answer: Option C

- যে শ্বসন অক্সিজেনের অনুপস্থিতে ঘটে তাকে অবাত শ্বসন বলে।
- অবাত শ্বসনকে দু'টি পর্যায়ে ভাগ করা যায়। যথা-(ক) গ্লাইকোলাইসিস ও (খ) পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণ।
- অবাত শ্বসনের পর্যায়টি সবাত শ্বসনের গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার সম্পূর্ণ অনুরূপ।
- গ্লাইকোলাইসিস সবাত ও অবাত উভয় প্রকার শ্বসনের প্রথম ধাপ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions