নিম্নের কোনটি শুক্রাণু তৈরি করে?
A স্পার্মাটোগোনিয়া
B স্ক্রোটাম
C ইপিডিডাইমিস
D প্রোস্টেট গ্রন্থি
Solution
Correct Answer: Option A
-শুক্রাশয় থেকে ক্ষরিত অ্যান্ড্রোস্টেরন (Androsterone) পুরুষের গৌণ যৌন বৈশিষ্ট্যের বিকাশ ঘটায় এবং স্পার্মাটোজেনেসিস বা শুক্রাণুজননে শুক্রাশয়কে উদ্বুদ্ধ করে।
-শুক্রাশয়ের সারটলি কোষ (sertoli cell) থেকে ক্ষরিত ইনহিবিন (Inhibin) হরমোন শুক্রাণু উৎপন্নে সাহায্য করে।