Solution
Correct Answer: Option A
-স্ক্যাপুলা (Scapula) অস্থিতে গ্লেনয়েড গহ্বর থাকে |
-Scapula কাঁধের হাড় নামে পরিচিত।
-স্ক্যাপুলা হচ্ছে পিঠের উপরের দিকে অবস্থিত দুপাশের দুই চ্যাপ্টা ত্রিকোণাকার অস্থি; যা স্কন্ধচক্রের অংশবিশেষ।
এতে এসে লাগে বিভিন্ন ধরনের পেশী; যা বাহু ও কাঁধের নাড়াচড়ায় সাহায্য করে। স্ক্যাপুলার পশ্চাৎপৃষ্ঠের উপরদিকের কাঁটার মত গঠনের নাম অংশকণ্ট।