বাংলাদেশ সর্বপ্রথম NAM Summit এ যোগদান করেছিল-
A Lusaka 1970
B Algiers 1973
C Clombo 1976
D উপরিউক্ত কোনটিই নয়
Solution
Correct Answer: Option B
Non-Aligned Movement (NAM) বা জোট-নিরপেক্ষ আন্দোলন বা নন অ্যালায়েন্ড মুভমেন্ট হলো একটি আন্তর্জাতিক সংগঠন। ১৯৬১ সালে পুরাতন যুগোস্লাভিয়ার রাজধানী বেলগ্রেডে জন্ম হয় জোট নিরপেক্ষ আন্দোলনের। বাংলাদেশ ১৯৭৩ সালে সর্বপ্রথম NAM Summit এ যোগদান করেছিল।